লুৎফা আহমদ লিলি’র ৩টি কবিতাগ্রন্থের আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

লুৎফা আহমদ লিলি’র ৩টি কবিতাগ্রন্থের আলোচনা অনুষ্ঠিত

মোঃ সাহেদ আহমদ : শিক্ষক (অবঃ), কবি ও সংগঠন লুৎফা আহমদ লিলি’র ৩টি কবিতা গ্রন্থের আলোচনা ও কবিতা পাঠের আসর মীম প্রকাশনীর সত্ত্বাধিকারী কামাল আহমদ এর সার্বিক তত্ত্বাবধানে গতকাল সিলেট নগরীর দরগাই গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সবাস’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ আছলাম হোসেনের সভাপতিত্বে ও পোয়েস্ট ক্লাব অব বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি, ইউরোপিয় ইউনিয়ন শাখার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় প্রধান সম্বনয়ক আনোয়ার উদ্দিন আহমদ রুনু। প্রধান আলোচনা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক-কলামিষ্ট আফতাব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও কবি পারহানা বেগম হেনা, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব এনামুল ইসলাম তালুকদার, সিটি বাণিজ্যিক ভবন মার্কেটের এল.এ.সি প্রিন্টার্সের সত্ত্বাধিকার জাকির হাসান শিকদার।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাব্বির আহমদ।
শুভেচ্ছা বক্তব্যে শিক্ষক (অব:), কবি ও সংগঠন লুৎফা আহমদ লিলি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার পাশাপাশি সৃজনশীল বিভিন্ন বিষয়ে লিখালিখির চর্চা করা প্রয়োজন। শুধু এই চর্চাকে নিজের মধ্যে গোপন না রেখে বিকশিত করে বিশ্ব দরবারে নিজেকে পরিচিত করতে আহবান জানান।
লুৎফা আহমদ লিলি তার কবিতা লিখার অনুপ্রেরণা ও বই প্রকাশের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কবিতা গ্রন্থের বিভিন্ন তুলে ধরে বক্তব্য রাখেন এবং লুৎফা আহমদ লিলি আরো কবিতা গ্রন্থ লিখার আহবান জানান। -বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট