গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজারে ৩দিনব্যাপী ওরশ শুরু আজ

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজারে ৩দিনব্যাপী ওরশ শুরু আজ

সিলেটের প্রথম মুসলমান দরগাহে হযরত শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) এর তিন দিনব্যাপী ওরস মোবারক মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ভোর ৪টায় শেষ হবে।

তিন দিনব্যাপী এই ওরশের প্রথম দিন বাদ ফজর খতমে কোরআন, বাদ জোহর মিলাদ ও দোয়া, রাত ১২টায় রওজা গোসল ও ফাতেহা পাঠ এবং সারারাত জিগির আজগারের মাধ্যমে শেষ হবে।

বুধবার (২১ ডিসেম্বর) বাদ ফজর হতে খমতে কোরআন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গিলাফ ছড়ানো, বাদ জোহর মিলাদ ও দোয়া, সারারাত জিকির আজগার ও বৃহস্পতিবার ভোর ৪টায় ফাতেহা মিলাদ ও আখেরি মোনাজত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাদ ফজর নিয়াজ বিতরণের মাধ্যমে তিন দিনব্যাপী ওরশের সমাপ্তি ঘটবে।

এতে সকল ভক্ত আশেকানকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন হজরত শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাজার শরীফের মেতাওয়াল্লী আলহাজ্ব মো. আতাউর রহমান। -বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট