কত আসনে ইভিএমে ভোট সিদ্ধান্ত জানুয়ারির মধ্যে : ইসি আলমগীর

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

কত আসনে ইভিএমে ভোট সিদ্ধান্ত জানুয়ারির মধ্যে : ইসি আলমগীর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে তা জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিতে চায় নির্বাচন কমিশন। তবে এখনো নতুন করে ইভিএম কেনার প্রস্তাবিত প্রকল্প পাস হয়নি। তবে আগামী বছরের জানুয়ারির মধ্যে নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান ইসি আলমগীর।

তিনি বলেন, কত আসনে ইভিএমে ভোট হবে তার সিদ্ধান্ত হবে জানুয়ারির মধ্যেই। এখন যে পরিমাণ ইভিএম আছে তা দিয়ে ৭০টি আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করে কী পরিমাণ বাজেট পেলাম তার ওপর।

ইসি আলমগীর বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। তবে ফেব্রুয়ারিতে বাজেট পেলে হবে না।

সভাপতির বক্তব্য মির্জা আফরোজা আব্বাস বলেন, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগের বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তারা সমাবেশকে বাঞ্চাল করতে চেয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি। এই সরকারের আমলে নারীরা বেশি নির্যাতিত হয়েছে। নারীরা কান্না করে গুম, খুন, গ্রেফতার হওয়া স্বামী-সন্তানদের জন্য। গুলি করে আমাদের ভাইদের হত্যা করছেন। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আর ভয় করি না।

নারী নেত্রীসহ গ্রেফতার হওয়া বিএনপির সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

মহিলা দলের সভাপতি মির্জা আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় বিএনপির গ্রেফতার হওয়া সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

জাতীয় মহিলা দলের মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট