ভক্তদের জন্য দুঃসংবাদ, শেষ মুহূর্তে বদলে গেল আর্জেন্টিনা একাদশ

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২

ভক্তদের জন্য দুঃসংবাদ, শেষ মুহূর্তে বদলে গেল আর্জেন্টিনা একাদশ

আর্জেন্টিনার শুরুর একাদশে ডি মারিয়া ফিরে আসায় উচ্ছ্বসিত হয়েছিলেন দলটির ভক্তরা। তবে ফাইনাল ম্যাচের ঠিক আগ মুহূর্তে তাদের জন্য বড় একটি দুঃসংবাদ; চোটের কারণে শেষ মূহূর্তে শুরুর একাদশ থেকে ছিটকে গেলেন তিনি।

ডি মারিয়া একাদশে ফেরায় জায়গা হারিয়েছিলেন লিয়ান্দ্রো পারেদেস। তবে ফের ডি মারিয়া ছিটকে পড়ায় পারেদেস ফিরেছেন একাদশে।

আর্জেন্টিনা একাদশে ছিল আরো একটি পরিবর্তন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে খেলেছিলেন নিকলাস টালিয়াফিকো, নিষেধাজ্ঞার কারণে সে ম্যাচে খেলতে পারেননি মার্কোস আকুনইয়া। সেই আকুনইয়ার এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আজ তাকে নিয়েই মাঠে নেমেছিল আর্জেন্টিনা।

তবে শেষ মুহূর্তে তাকে সরিয়ে দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তার বদলে সেই নিকলাস টালিয়াফিকোকে নিয়েই একাদশ গড়তে হয়েছে আর্জেন্টিনাকে।

টিওয়াইসি স্পোর্টস ও ডেইলি মেইল জানাচ্ছে আকুনইয়াকে বাদ দেয়ার কারণ মোটেও কৌশলগত নয়। মূলত চোটের কারণেই তাকে শেষ মুহূর্তে একাদশ থেকে সরিয়ে দিতে হয়েছে।

চলতি বিশ্বকাপে একটি ম্যাচেই আর্জেন্টিনার হয়ে শুরুর একাদশে খেলেছেন টালিয়াফিকো। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এবার ফাইনালের গুরুদায়িত্বটা বর্তাল তার কাঁধে।

আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, নিকলাস টালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আনহেল ডি মারিয়া; লিওনেল মেসি, ইউলিয়ান অ্যালভারেজ


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট