মহান বিজয় দিবসে ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

মহান বিজয় দিবসে ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, যাঁরা দেশের সাথে বিশ্বাস ঘাতকতা ও মির্জাফরী করেছে তাদেরকে জাতি কখনো ক্ষমা করবে না। মুক্তিযোদ্ধের সূর্য সন্তানরা নিজের জীবনবাজী রেখে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তাঁদের কাছে আমরা চিরঋণী। তিনি বলেন, বিএনপি-জামায়াত এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্তে লিপ্ত রয়েছে, সেদিকে সচেতন হয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আওয়ামীলীগের নেতাকর্মীদের দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

তিনি ১৬ ডিসেম্বর শুক্রবার রাতে নগরীর দক্ষিণ সুরমার কীনব্রিজের মুখে মহান বিজয় দিবস উপলক্ষে ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন। বক্তব্য রাখেন সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান, সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যথাক্রমে সহ সভাপতি শাহ আলম জুনেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএন ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুস্তাক খান, ২৬নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি আবদুল মালেক, আওয়ামী লীগ নেতা দুলাল আহমেদ, মুহিবুর রহমান, আবদুল খালেক তেরু, মুহিব তালুকদার, আবদুল হাই সেমল, রাকিব রানা, বিলাল আহমেদ রাজু, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আখন্দ, আবদুল মোমিন পান্না, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান জুনেল, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান ঝুমন, জামিল আহমদ, মইনুল ইসলাম মাহদি, আতিকুর রহমান মাহিন, ইমরান আহমেদ, মাহের আহমেদ, সৈকত দাস শুভ, শাহি আহমেদ, বর্ষা, রিফাত প্রমুখ।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট