মহান বিজয় দিবসে সদর উপজেলা আ’লীগের বিজয় র‍্যালি

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

মহান বিজয় দিবসে সদর উপজেলা আ’লীগের বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরতলির তেমুখি পয়েন্ট থেকে টুকের বাজার পর্যন্ত এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিজয় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কান্দিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মোগলগাঁও ইউপির চেয়ারম্যান হিরন মিয়ার পরিচালনায় র‌্যালি পূর্ব আলোচনায় নাসির উদ্দিন খান বলেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বিধায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অবহেলিত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে তাদের সম্মান জানানো হচ্ছে। সর্বোপরী তাঁরা মারা যাবার পর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এভাবে আমাদের বীর সেনানিদের আমরা স্মরণ করে যাচ্ছি।

র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

র‌্যালিতে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট