১০ই ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে : ফখরুল

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

১০ই ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে : ফখরুল

১০ই ডিসেম্বর বিএনপির পূর্বঘোষিত সমাবেশ নয়াপল্টনেই হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে অপ্রীতিকর কিছু ঘটলে সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে দলের সবশেষ এই অবস্থান ঘোষণা করেন ফখরুল। এসময় দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির ঘোষিত সমাবেশ হবেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ সমাবেশ হবে। সমাবেশের ব্যবস্থা করার দায়িত্ব সরকারের, অন্যথায় এর দায়িত্ব সরকারকে নিতে হবে।
তিনি বলেন, নয়াপল্টন ছাড়া প্রশাসন যদি আমাদের অন্য কোনো প্রস্তাব দেন সেটি অনুকূলে হলে আমরা ভেবে দেখব। তবে আমরা পল্টনেই শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। শান্তিপূর্ণ সমাবেশের ব্যবস্থা করার দায়িত্ব সরকারের।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট