ওসমানীনগর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২২

ওসমানীনগর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ার‌ম্যান শামীম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম দায়িত্ব গ্রহন করেছেন।


রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে নিজ নিজ কার্যালয়ে দ্বায়িত্ব গ্রহন করনে তারা।

পরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ও রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সামাজের প্রতিনিধিদের সাথে সৈজন্য স্বাক্ষাত করেন তারা।

এর আগে গত ১ ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার ড.মোহাম্মদ মোশারফ হোসেন নিজ কার্যালয়ে নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান পদে  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম নির্বাচিত হন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট