নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট নগরীর অন্যতম প্রধান বানিজ্যিক প্রতিষ্ঠান লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সর্বপ্রথম নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) রাতে নগরীর বন্দরবাজার লালদিঘীরপাড় মার্কেট প্রাঙ্গণে প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ দুলাল হোসেন এবং মাওলানা বেলাল আহমদ চৌধুরীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার ও ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম মুমিন বলেছেন, ব্যবসায়ী সম্প্রদায়কে এমনিভাবে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও সম্পন্নের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠায়¡ দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি সম্ভব। ব্যবসায়ীদের একে অপরকে সহযোগীতার মাধ্যমে কাজ করে গেলে মার্কেটের উন্নয়ন হবে, এমনকি ব্যবসায়ও সফলতা আসবে। আগামী ১৫ই ডিসেম্বর নির্বাচনে ২১টি পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে। প্রায় চার দশক আগে প্রতিষ্ঠিত এ মার্কেটে এটাই প্রথম নির্বাচন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য আশিকুর রহমান, মো: শাহজাহান চৌধুরী, মো: বাবর আহমদ রনি, মাওলানা মো: নাজমুল ইসলাম, তরিকুল ইসলাম মুবিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মার্কেট জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ আব্দুল্লাহ আল মামুন।

প্রার্থীদের মধ্যে সভাপতির বক্তব্য রাখেন বদরুল আলম মজনু, মো: শামসুল আলম, সহ-সভাপতি মো: ছানা উল্লাহ, ফরিদ উদ্দিন, মো: রোকন সরকার, মো: শহিদ উল্লাহ, কাজী সেবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফারুক মিয়া, মো: বাছিত, মো: হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক, মো: নাজমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, মফিজুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম, সুব্রত দেব (শুভ), সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সওদাগর মিয়া, ওমর ফারুক, অর্থ সম্পাদক আব্দুল আউয়াল, মো: সোহাগ মিয়া, সুহেল আহমদ, ধর্ম সম্পাদক মো: জহিরুল ইসলাম, মো: সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবের আহমদ, বেলাল আহমদ, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদীন, মো: মকবুল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক ইকবাল হোসেন হাবিব, মো: নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক কামাল আহমদ, সাজন রায় সাজু, সদস্য আব্দুল খালিক, আলমগীর হোসেন, মো: গিয়াস উদ্দিন, জগদীস রঞ্জন দাস, নাজির আহমদ সিদ্দিকী, মো: মোবারক আহমেদ, মো: মোবারক সরকার, মুহিউদ্দিন আবীর, মো: মাহবুব আহমদ, মোশারফ, মো: সুমন, মো: সালাম মিয়া, মো: সাহাব উদ্দিন, মো: সাইফুল ইসলাম, হুমায়ুন কবির লিটন। -বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট