সিলেট বিভাগকে শ্বায়ত্বশাসনের দাবী সিলটি পাঞ্চায়িতের

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

সিলেট বিভাগকে শ্বায়ত্বশাসনের দাবী সিলটি পাঞ্চায়িতের

Manual3 Ad Code

সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমূহে সিলেট বিভাগের স্থানীয় বাসিন্দাদের শতভাগ অগ্রাধিকার প্রদান, স্থানীয়ভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করণ সহ সিলেট বিভাগকে শ্বায়ত্বশাসনের দাবী জানিয়েছেন বিভাগ ভিত্তিক রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলটি পাঞ্চায়িত কর্তৃক আয়োজিত জনসভায় বক্তারা উপরোক্ত দাবীগুলো জানান।

Manual7 Ad Code

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ-রীহান হাসানের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন, প্রচার সম্পাদক কামাল আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী আরো বলেন, সিলেটবাসীর নিজস্ব একটি ভাষা আছে যা নাগরী ভাষা হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ আমাদের এই ভাষাকে আজ অবহেলা করা হচ্ছে। আমাদের দাবী সিলেট বিভাগের প্রতিটি স্কুল-কলেজে এই ভাষার প্রচলন করতে হবে।

বক্তারা আরো বলেন, সরকার প্রবাসীদের দেশে আসার ক্ষেত্রে যে নতুন ভিসা আইন করেছেন তা অবিলম্বে পরিবর্তন করতে হবে। নতুবা প্রবাসীরা দেশে আসতে অনীহা প্রকাশ করবে, এতে করে সরকারের রাজস্ব অনেক ক্ষতিগ্রস্থ হবে।

বক্তারা সিলেটবাসীকে অকাল বন্যার হাত থেকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

বক্তারা পূর্বের হাইকোর্ট বেঞ্চ সিলেটে পূনঃবহাল ও হাওর উন্নয়ন বোর্ড সিলেটে স্থাপনের জোর দাবী জানান।

Manual2 Ad Code

জনসভা শেষে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিলেট বিভাগকে শ্বায়ত্বশাসন সহ বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসনের মাধ্যমে পেশ করা হয়। -বিজ্ঞপ্তি

Manual7 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code