সিলেটবাসীর প্রতি জেলা বিএনপির কৃতজ্ঞতা

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২

সিলেটবাসীর প্রতি জেলা বিএনপির কৃতজ্ঞতা

জনতার ন্যায্য দাবী আদায়ে গত ১৯ নভেম্বর বিএনপির ডাকে সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করায় সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপি জনগনের দল, তাই জনগনের কথা বলে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সিলেটে বিএনপির গণসমাবেশে সাধারণ মানুষ বাঁধ ভাঙা জেয়ারের মত অংশ নিয়ে গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করায় সিলেট জেলা বিএনপি সিলেটবাসীর কাছে চিরকৃতজ্ঞ। গণসমাবেশর জনস্রোত প্রমান করেছে সিলেটের মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাটি, সিলেটের মাটি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘাটি। সিলেটবাসী প্রমাণ করে দিয়েছেন তারা আর এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় দেখতে চান না।

জেলা বিএনপি নেতৃবৃন্দ গণসমাবেশ সফল করতে দীর্ঘ প্রায় তিন সপ্তাহ থেকে সিলেটের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই সমাবেশকে বাস্তবায়ন করার সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বিগত দিনের ন্যায় আগামী দিনেও চলমান গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসী বিএনপির সাথে থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট