২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২
দুই দিন পরেই সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ি আগামী শনিবার (১৯ নভেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ওই সমাবেশকে ঘিরে সিলেট জুড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। পোশাকধারি পুলিশের পাশাপাশি সাধা পোশাকে নগরজুড়ে দায়িত্ব পালন করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এমনটি নিশ্চিত করেছে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র।
পুলিশের ওই নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বিএনপির সিলেট সমাবেশকে ঘিরে সিলেট নগরী ও আশপাশ এলাকায় যাত কোন ধরণের বিশৃঙ্খলা, মারামারি, সংর্ঘষ, চুরি ,ছিনতাই বা জনগণের ক্ষতি সাধন হয় এমন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষে সিলেট নগরজুড়ে রয়েছে পুলিশের নিরাপত্তা বলয়। কোনস্থানে কোন ধরণের অপ্রতিকর ঘটনা বা বিশৃঙ্খলা হলেই পুলিশ দ্রæত যাবে এ্যাকশনে। তাছাড়া সিলেট নগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১৯ টি গুরুত্বপূর্ণস্থানে বসানো হয়েছে নিরাপত্তা বা তল্লাশি চৌকি। নগরীর জনগুরুত্বপূর্ণ এসকল মোড়ে কোন সন্দেহবাজন ব্যক্তি বা যানবাহনকে সন্দেহ হলেই ছালানো হবে তল্রাশি। এমনকি কোন ব্যক্তিকে সন্দেহ হলে সংশ্লিষ্ট আইনে অথবা মেট্রো আইনে গ্রেফতার দেখানো হবে এবং পরবর্তীতে অপরাধ অনুযায়ি মামলা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
সিলেটে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা, বিশৃংঙ্খলা ও জনগণের জানমালের কোন ক্ষতিসাধন না হওয়ার লক্ষে সিলেট জুড়ে নেয়া হয়েছে নিরাপত্তা বলয়। সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। নগরজুড়ে বসানো হয়েছে ১৯টি চেকপোস্ট এমনটি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গৌতম চক্রবর্তী।
এদিকে- বিএনপির সমাবেশস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের অনুমতি এখনও দেয়নি পুলিশ। তবে বিএনপি নেতারা জানিয়েছেন মাঠ সিলেট সিটি করপোরেশনের। তাই সিসিক ও সরকারি আলিয়া মাদ্রাসা সংশ্লিষ্টদের লিখিত অনুমতি নেয়া হয়েছে এবং পুলিশকেও অবহিত করা হয়েছে। তবুও সিলেটের এ গণসমাবেশকে নিয়ে রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। সমাবেশকে সামনে রেখে সিলেট বিভাগজুড়ে চলছে মিছিল,সভা-সমাবেশ ও প্রচারপত্র বিলি। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রচারপত্র বিলি করতে গিয়ে বিয়ানীবাজারে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। এসময় সিলেট বিএনপি ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। একই দিন সন্ধ্যায় সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় প্রচারপত্র বিলি করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা লুনার গাড়ি ভাংচুর কওে এবং এ সময় পুলিশ ছাত্রদলের তিন কর্মীকে গ্রেফতার করে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D