এবি পার্টি ঢাকা অঞ্চলের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

এবি পার্টি ঢাকা অঞ্চলের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা অঞ্চলের প্রতিনিধি সমাবেশ আজ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঢাকা অঞ্চলের সমন্বয়ক ও পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জুর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও আনিসুর রহমান কচি।

প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, এবি পার্টি বাংলাদেশে রাষ্ট্র মেরামতের যে ঘোষণা দিয়েছিল তা এখন অনেক বড় বড় দলের কণ্ঠেও ধ্বনিত হচ্ছে। এবি পার্টি যখন অধিকার ভিত্তিক রাজনীতি ও কল্যাণরাষ্ট্রের কথা বলেছিল তখন অনেকে ঠাট্টা করে বলেছিল আমরা নাকি আদর্শহীন রাজনৈতিক দল, অথচ আজ অনেকেই তড়িঘড়ি করে ভোল পাল্টিয়ে ঐক্য ও অধিকার ভিত্তিক কল্যাণরাষ্ট্র্রের শ্লোগান দিয়ে দল তৈরী করছেন। তিনি বলেন এটা আমাদের প্রাথমিক বিজয় এবং এবি পার্টি একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ।

আব্দুল ওহাব মিনার বলেন, আমরা মাত্র কয়েকজন মিলে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ শুরু করেছিলাম। আস্তে আস্তে আপনারা সাড়া দিয়েছেন, আমরা করোনার মধ্যেই আমার বাংলাদেশ পার্টি তৈরী করেছি। আজ সকল জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে কমিটি হয়েছে। ইন’শাআল্লাহ স্বল্প সময়ে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সংগঠন ছড়িয়ে পড়বে।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, সাধারণ মানুষ আজ অধিকার হারা। অর্থনৈতিক দুরাবস্থার কারণে মানুষের দৈনন্দিন রুটি রুজি হুমকির মুখে, তাই সরকার বিরোধী যেকোন কথায় মানুষ তার আস্থা খোঁজে। আজ যাদের দিকে তাকিয়ে মানুষ গণসমাবেশে ভীড় করছে তাদেরকে দেশের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলতে হবে। মানুষের মুক্তির স্বপ্ন দেখাতে হবে। দুর্নীতি, দূঃশাসন থেকে কীভাবে জাতি মুক্ত হবে তার পরিকল্পনা জানাতে হবে। তিনি বলেন মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবি পার্টিই হবে আগামী দিনের আলোকবর্তিকা।

সমাবেশের লক্ষ্য ও আগামী দিনে এবি পার্টির কর্মসূচি নিয়ে মূল বক্তব্যে সমাবেশের সভাপতি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা নিবন্ধনের আবেদন জমা দিয়েছি। জেলা, উপজেলা ও থানা পর্যায়ের কমিটি, অফিস নিয়ে সক্রিয় অবস্থানে রয়েছি। এখন মহানগর, জেলা এমনকি থানা পর্যায়ে রাজনৈতিক কর্মসূচির দিয়ে জনগণকে এবি পার্টির সাথে সম্পৃক্ত করতে হবে। রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন সব বিভেদ দূর করতে দরকার ঐক্যবদ্ধ শ্লোগান। তিনি আগামীতে দলের কাউন্সিল বাস্তবায়ন করতে প্রতিনিধিদের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, গাজীপুর জেলা আহবায়ক এম আমজাদ খান, গাজীপুর মহানগর আহবায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, পার্টির সহকারী সদস্য সচিব নাসরীন সুলতানা মিলি, বেবি পাঠান, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, যুবনেতা হাদিউজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, গাজীপুর মহানগর যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইন, নারী নেত্রী আমেনা বেগম, মহানগর উত্তরের আব্দুর রব জামিল প্রমূখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট