নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬, কম্পন অনুভূত হল দিল্লিতেও

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬, কম্পন অনুভূত হল দিল্লিতেও

ভয়াবহ ভূমিকম্পে(Earthquake) কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৬। সংবাদ সংস্থা সূত্রের খবর, এখনও পর্যন্ত ভূমিকম্পে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইটে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১টা ৫৭ নাগাদ ভূমিকম্প হয়েছে।  মাটির ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্প হয়েছে। সেখানে একটি বাড়ি ধসে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তাঁর আশেপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছে, নেপালের পশ্চিম অঞ্চলে গত ২৪ ঘণ্টায় তিনটি কম্পন রেকর্ড করা হয়েছে, যার মধ্যে দুটি ভূমিকম্প এবং একটি আফটারশক। 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট