সিলেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে এনিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই : খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

সিলেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে এনিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই : খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ২০শে নভেম্বর গণসমাবেশকে স্মরণকালের গণসমাবেশে পরিনত করতে হবে। সরকারের সকল বাঁধাবিপত্তি পেরিয়ে পাড়া মহল্লায় গণসমাবেশে আসা জনগনকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে থাকা, খাওয়া, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে। গণসমাবেশকে নিয়ে ধোয়াশা তৈরি করার চেষ্টা চলছে, আমরা স্পষ্ট করে বলছি, আগামী ২০শে নভেম্বর বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে, এটা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। গণসমাবেশ ঘিরে যে রকম সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে তা ইতিহাস সৃষ্টি করবে।

শনিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে আগামী ২০শে নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন ইউনিট কমিটির সাথে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর ফরহাদ আহমদ চৌধুরী শামিম, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এড.হাবিবুর হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান নজীব, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশীদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল হোসেন, মতিউল বারী খুর্শেদ, ডাঃ নাজমুল ইসলাম, আবুল কালাম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

এ সময় মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ডের সভাপতি নাজিম উদ্দিন, ২৬নং ওয়ার্ডের আহবায়ক আব্দুল হক, ২৫নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হাসান জুয়েল, ২৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম মল্লিক, ২৩নং ওয়ার্ডের জমজম বাদশাহ, ২২নং ওয়ার্ডের আব্দুল ফাত্তাহ্ বকশি, ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, ২০নং ওয়ার্ডের লুৎফুর রহমান মোহন, ১৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান সুমন, ১৮নং ওয়ার্ডের সভাপতি তারেক আহমদ খাঁন, ১৬নং ওয়ার্ডের আহবায়ক সালেহ ইব্রাহিম, ১৫ নং ওয়ার্ডের আহবায়ক ইফতেখার আহমদ সুহেল, ১৪নং ওয়ার্ডের আহবায়ক জাহাঙ্গীর আহমদ, ১৩নং ওয়ার্ডের কুতুবউদ্দিন খাঁন, ১৭নং ওয়ার্ডের আহবায়ক নুরুল খোকন, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ১১নং ওয়ার্ডের সভাপতি শেখ কবির আহমদ, ১০নং ওয়ার্ডের সভাপতি আবদুল হাকিম, ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ডের আব্দুস সবুর, ৭নং ওয়ার্ডের সভাপতি আবদুল ওয়াদুদ মিলন, ৬নং ওয়ার্ডের সভাপতি লুৎফুর রহমান, ৫নং ওয়ার্ডের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, ৪নং ওয়ার্ডের সভাপতি, ৩নং ওয়ার্ডের আহবায়ক মোঃ সামসুদ্দিন, ২নং ওয়ার্ডের সভাপতি নিহার রঞ্জন দে, ১নং ওয়ার্ডের সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট