আওয়ামী লীগের বর্বরোচিত হামলা বরদাশত করা হবে না : মুক্তাদির

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

আওয়ামী লীগের বর্বরোচিত হামলা বরদাশত করা হবে না : মুক্তাদির


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে আইন নেই, কোনো সুশাসন নেই, মানুষের বাক স্বাধীনতা নেই। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।


বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও পুলিশ বর্বরোচিত হামলা করছে, পাখির মত গুলিকরে মানুষ হত্যা করছে। সরকার লুটপাট করে, দুর্নীতি করে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে, এটাকে আর সচল করা সম্ভব নয়। আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই তারা এখন মারমূখি হয়ে উঠেছে। দেশকে এই সংকট থেকে রক্ষা করতে সসম্মিলিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।

রবিবার বিকেলে সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় রাজধানী ঢাকার পল্লবীসহ দেশব্যাপি বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের বাড়িতে হামলার প্রতিবাদেসিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সমাবেশ সঞ্চালনা করেন।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপির সমাবেশে ও নেতাদের উপর হামলা চালাচ্ছে। ঢাকায় বিএনপির কর্মসূচিতে বিএনপি নেতা তবিথ আউয়াল, কুমিল্লায় বিএনপির ভাই চেয়ারম্যান বরকত উল্লাহ বলুর উপর নগ্ন ভাবে হামলা করা হয়েছে। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফরকালে যাতে প্রতিবাদ কর্মসূচি না হয় সেজন্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদককে রাতের আধারে বাড়ির দরজা ভেঙ্গে র‍্যাব তুলে নিয়ে যাওয়ার পর দিনভর নাটকীয়তা শেষে তাকে ভূয়া মামলায় আদালতে সমর্পন করেছে। এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। মানুষ আজ দু’মোটো ভাতের জন্য জীবনযুদ্ধে কোন ভাবে বেঁচে আছে। তাই এই সরকারে অভিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন দিতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতৃবৃন্দ ও অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।