জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

শাহ আলম, গোয়াইনঘাট (সিলেট)


দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে ইমন আহমদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

নিহত ইমন আহমদ সিলেটের সুবিদবাজারের হাজিপাড়া এলাকার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে।

গত শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে পর্যটনকেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, ইমনসহ তারা ১২ জন বন্ধুবান্দব মিলে শুক্রবার সকালে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। পরে নদীতে সাঁতার কাটতে গিয়ে সে পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের পরিবারের বরাতে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পর বিকালের দিকে নৌকার মাঝি জামরুদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে প্রথমে তাকে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর পরে সেখান থেকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীকালে নিহতের ভাই সুমন আহমেদের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট