৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২২
লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতা-কর্মীদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচিতে গুলিয়ে চালিয়ে মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মিশিগান স্বেচ্ছাসেবক দল।
মিশিগান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মারুফ হোসেন খান, সাধারণ সম্পাদক আবুল কাশেম মূর্শেদ, যুগ্ম সম্পাদক হাসান আহমদ ও সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান রেজা এক যৌথ বিবৃতিতে বলেন,”ভোলায় রাজনৈতিক দলের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচিতে নাগরিকদের উপর গুলি চালিয়ে মানুষ হত্যায় মিশিগান স্বেচ্ছাসেবক দল গভীর উদ্বেগের সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদী সরকারের বেআইনি নির্দেশ পালন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ প্রশাসনকে জনগণের প্রতি তাদের দায়িত্ব ও দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে জনগণের পাশে দাঁড়ানের আহ্বান জানান।
একই সাথে জনগণকে সম্মিলিতভাবে বর্তমান দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়ে গণআন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D