সিলেট মহানগরীতে কোরবানির পশুর হাট বসবে ৬টি

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

সিলেট মহানগরীতে কোরবানির পশুর হাট বসবে ৬টি

পবিত্র ঈদ উল আযহা উদযাপন ও অস্হায়ী পশুর হাট স্হাপন উপলক্ষে সিলেটে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (২৯ জুন) বিকেলে সিলেট জেলা প্রশাসকের হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্হানীয় সরকার সিলেটের উপ- পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জ্যােতির্ময় সরকার, র‍্যাব ৯ এর সহকারী পুলিশ সুপার সৌমেন মজুমদার, সিটি কর্পোশনের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নিরা, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ফারজানা আক্হতার মিতসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট নগরীতে বৈধ ৬ টি পশুর হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। জেলায় ৩৫ টি হাট প্রাথমিক ভাবে ঘোষণা করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান বলেন, প্রধানমন্ত্রী বন্যার সার্বক্ষণিক খুঁজখবর রাখছেন। আশাকরি খুব শ্রীঘ্রই বন্যা পরবর্তী পুনর্বাসন সংক্রান্ত নির্দেশনা আসবে।