১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২২
কামরুজ্জামান হেলাল : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব মিশিগানের কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রবিবার (২৯ মে) হ্যামট্রামিক শহরের কাবাব হাউস রেস্টুরেন্টে বাংলা প্রেসক্লাব মিশিগানের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আহবায়ক কমিটি বিলুপ্ত করে ভোটাভুটির মাধ্যমে ১৩ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- ঠিকানা পত্রিকার মিশিগান প্রতিনিধি সৈয়দ শাহেদুল হক ও সাধারণ সম্পাদক সুপ্রভাত মিশিগানের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল।
কমিটির সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- অধিকার নিউজ এবং আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, মিশিগান প্রতিদিন সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি।
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন- বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক মানবকন্ঠের সাহেল আহমেদ, তথ্য ও প্রচার সম্পাদক টিবিএন-২৪ এর মাহফুজুর রহমান।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন- এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহছান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিম্ময় আচার্য্য, দেওয়ান কাউছার ও জনকণ্ঠের রফিকুল হাসান তুহিন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D