করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩৫

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২২

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩৫

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জনে দাঁড়িয়েছে।


এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে টানা ২৯ দিন করোনায় কোনো মৃত্যু হয়নি দেশে। এর আগে সবশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার (১৮ মে) দেশে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

এ সময়ে সুস্থ হয়েছেন আরও ২১৬ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট