চট্টগ্রামে মজুদ করা ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মে ৯, ২০২২

চট্টগ্রামে মজুদ করা ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

চট্টগ্রামেও মজুদ করা ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


পাহাড়তলী বাজারের একটি দোকান থেকে এই তেল জব্দ করা হয়। দোকান মালিককে জরিমানা করা হয় এক লাখ ৭০ হাজার টাকা। উদ্ধারকরা তেল লিটার প্রতি ১৬০ টাকায় বিক্রি করা হয়।

ঈদের আগে যখন বাজার থেকে উধাও খোলা সয়াবিন তেল, তারও অনেক আগ থেকেই এই গুদামে মজুদ করা হচ্ছিল বোতলজাত সয়াবিন তেল।

তথ্য পেয়ে সোমবার পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরে অভিযান চালিয়ে তিন গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিদপ্তর।

অভিযুক্ত দোকানি সিরাজুল ইসলামের দাবি, একটি কোম্পানির পরিবেশক হিসেবে ঈদের আগ থেকেই ন্যায্যমূল্যে বাজারে তেল সরবরাহ করছিলেন তিনি।

যদিও পাহাড়তলী বাজারের সাধারণ ক্রেতা ও অন্য দোকানদাররা বলছেন, বেশি দামেই তাদের তেল কিনতে হয়েছে।

উদ্ধারকৃত তেল লিটার প্রতি ১৬০ টাকা করে ক্রেতা ও দোকানিদের মধ্যে বিক্রি করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

উল্লেখ্য, বাজার থেকে তেল হাওয়া হয়ে যাওয়ার মধ্যেই ঈদের পর প্রথম কার্যদিবস বৃহস্পতিবার মিল মালিকরা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নিজেরাই মূল্য বাড়ানোর ঘোষণা দেন।

নতুন দাম অনুযায়ী খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা, যা আগে ১৪০ টাকা ছিল। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ছিলো ১৬০ টাকা, আর করা হয়েছে ১৯৮ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম হয় ৯৮৫ টাকা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট