ফারুকির তোপে লন্ডভন্ড টাইগার শিবির

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

ফারুকির তোপে লন্ডভন্ড টাইগার শিবির

আফগানিস্তানের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ফজলহক ফারুকির তোপের মুখে দলীয় ১৮ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। দলীয় ২৮ রানে সাকিবের উইকেট তুলে নিয়েছেন মুজিব উর রহমান।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ২১৫ রান তুলেছে আফগানরা। জবাব দিতে নেমে দলীয় ১৩ রানেই সাজঘরের পথ ধরেন লিটন।

তৃতীয় ওভারের তৃতীয় বলে ফজলহক ফারুকির গুড লেন্থের ডেলিভালি লিটনের ব্যাটের কানায় লাগে। এরপর তা বাঁ প্রান্তে ঝাঁপিয়ে তালুবন্দি করেন উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ। আবেদন করলে শুরুতে আউট দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে আউটের সিদ্ধান্ত আসলে ব্যক্তিগত ১ রানেই মাঠ ছাড়েন লিটন।

একই ওভারের পঞ্চম বলে তামিমকেও ফেরান ফারুকি। প্রথমে আউট দেননি আম্পায়ার। তবে আফগানিস্তান রিভিউ নিলে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার। এতে স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই মাঠ ছাড়েন তামিম (৮)।

মুশফিকুর রহিমকেও থিতু হতে দেননি বাঁহাতি পেসার ফারুকি। পঞ্চম ওভারের প্রথম বলেই এলবিডব্লিউ হন মুশফিক। প্রথমে আউট দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে ফের এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার।

একই ওভারের শেষ বলে পাঁচে ব্যাটিংয়ে নামা ইয়াসিরকেও সাজঘরে ফেরত পাঠান ফারুকি। রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে ফিরে যান ইয়াসির।

৮ম ওভারের চতুর্থ বলে মুজিবের বলে বোল্ড হন সাকিব। ব্যক্তিগত ইনিংসে ১৫ বলে ১ চারে ১০ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। রিপোর্টটি লেখা পর্যন্ত ৭ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ২৮ রান তুলেছে টাইগাররা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট