করোনায় শনাক্ত কমেছে : ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১

করোনায় শনাক্ত কমেছে : ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরো ২৭৫ জন।

দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনে পৌঁছেছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২ দশমিক ১ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২২৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

এর আগে শুক্রবার করোনার মৃত্যু হয়েছিল একজনের আর করোনা শনাক্ত হয়েছিল ৩৪২ জনের।