অপশক্তির সাথে সমঝোতাই বিএনপির রাজনীতি : কাদের

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১

অপশক্তির সাথে সমঝোতাই বিএনপির রাজনীতি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির সাথে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি।

তিনি বলেন, বিএনপি এদেশে নষ্ট রাজনীতির মূল হোতা। নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।

ক্ষমতা পাওয়ার জন্য উগ্রবাসনা বিএনপিকে উন্মত্ত করে তুলেছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে।

কাদের বলেন, অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায় এদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে বিএনপিই নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

বিএনপি নেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে এমনটা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা পাওয়ার জন্য উগ্রবাসনা তাদের উন্মত্ত করে তুলেছে।

দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই বলে বিএনপি নেতারা যেসব বক্তব্য দিয়েছেন তারও সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট। প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতিই এখন দুঃসময় অতিক্রম করছে।

বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবেও আগুন-সন্ত্রাস, হেফাজতি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির স্থাপন করেছে তা ফ্যাসিবাদকেও হার মানায়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট