ছাতকে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

ছাতকে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ছাতকে  ট্রাক এবং সিএনজি অটোরিক্সার  মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ ব্যক্তি নিহত এবং নারীসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রোববার সকাল প্রায় সাড়ে ১১টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে-উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র আরিফুল ইসলাম (৬) ও উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র নাজিমুল হক(২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রী শিশু আরিফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। গুরুতর আহত আহত নাজিমুল হক, সুফিয়া বেগম, মিনারা বেগম ও কমলা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুল হকের মৃত্যু ঘটে। দুর্ঘটনা কবলিত সিএনজিটি জব্ধ করেছে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।