হবিগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

হবিগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত

মোঃ কাউছার আহমেদ : খোয়াই নদীতে ২৬ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে “নদী পরিভ্রমণ” আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার।

শনিবার (২৫ সেপ্টেম্বর) “মানুষের জন্য নদী” এই প্রতিবাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, নদী সচল না থাকলে সব কিছুরই ছন্দ পতন ঘটবে। নদী আমাদের সার্বিক পরিবেশ-প্রতিবেশ, অর্থনীতি ব্যবসা-বাণিজ্য, পরিবহন বিনোদন ইত্যাদি সকল কিছুরই উৎস। কিন্তু দিনদিন আমাদের নদীগুলো বিপন্ন হয়ে পড়েছে।

হবিগঞ্জের খোয়াই, পুরাতন খোয়াই, সুতাং নদীসহ জেলার সকল নদীর ওপর চলছে নানামুখী অত্যাচার। একদিকে নদীর বুক থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, নদী দখল অন্যদিকে শিল্প কারখানার বর্জ্য নিক্ষেপ এর কারণে অস্তিত্ব হারাচ্ছে নদী। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্য রক্ষার ক্ষেত্রে অপরিহার্য নদী রক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা নজরে পড়ছে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সমন্বয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন, বিশিষ্ট রাজনীতিক মো. হাবিবুর রহমান, এডভোকেট বিজন বিহারী দাস, বিশিষ্ট চিকিৎসক পরিবেশ কর্মী এস এস আল- আমীন সুমন, আফরোজা ছিদ্দিকা, সাংবাদিক আব্দুল হালিম, তানভীর হোসেন, তারুণ্য সোসাইটির সভাপতি আমিনুল ইসলাম, সংস্কৃতিকর্মী মো. আবিদুর রহমান, সাইফুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, মোসলেহ উদ্দিন চৌধুরী, মো. হুমায়ূন খান, মুনির উদ্দিন, এটি এম কদর আলী, মোঃ মইনুল ইসলাম, সমীরণ গোপ, মো. সোহান প্রমূখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট