দুই ওলির মাজার জিয়ারতে জেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

দুই ওলির মাজার জিয়ারতে জেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপ্রাপ্ত আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে সোমবার বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ:) ও হযরত শাহ পরান (রহ:) মাজার জিয়ারত করেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদটি শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি “আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী”কে  সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।

মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন দায়িত্ব প্রাপ্ত সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী তাঁকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদানের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের  সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

মাজার জিয়ারত উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সিলেটের আওয়ামী লীগ পরিবারের নিবেদিত নেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় তাঁর যোগ্য নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি শফিকুর রহমান চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় তিনি সদ্য প্রয়াত এডভোকেট মোঃ লুৎফুর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করেন।

মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এড. শাহ মোঃ মোসাহিদ আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য লোকমান উদ্দিন চৌধুরী, মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল মুমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট