করোনা: সিলেটে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৫০

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৫০

সিলেট বিভাগে  গত ২৪ ঘন্টায়  করোনায় আক্রান্ত হয়ে হাসপাতােলে ভর্তি হয়েছেন ৫০ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৩৩ জন, সিলেটে ১৬ জন ও মৌলভীবাজারে একজন। এ সময়ে এ বিভাগের সিলেটে করোনায় মৃত্যু হয়েছে একজনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৪২ জনের।

সিলেট স্বাস্থ্য বিভাগের শনিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া ১ জন মিলিয়ে এ বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৭ জনে। এর মধ্যে কেবল সিলেট জেলায়ই মারা গেছেন ৪৮৫ জন। এছাড়া, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন,মৌলভীবাজারে ৫০ জন ও ওসমানী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৫২০৬ জনের।

সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার পর্যন্ত  এ বিভাগের  বিভিন্ন হাসপাতালে  ভর্তি রয়েছেন ৩৯৪ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৯৮৩ জনের নমুনা পরীক্ষায় ৩৪২ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৪.৭৯ ভাগ।  ২৪ ঘন্টায় সুস্থ ২৩৪ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৭৯৪৬ জন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট