সিলেটে ২৪ ঘন্টায় ৫৪০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

সিলেটে ২৪ ঘন্টায় ৫৪০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

সিলেট বিভাগে বিভাগে গত ২৪ ঘন্টায়  ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ১২৯৫টি নমুনা পরীক্ষায় উল্লিখিতদের পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৪১.৭০ ভাগ।

সিলেট স্বাস্থ্য বিভাগের মঙ্গলবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় অতিমারি করোনাভাইরাসে এ বিভাগে আরো ৫ মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ জন ও হবিগঞ্জে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৫৩৪  জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৩০ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ৪০ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় সর্বোচ্চ ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৭৩ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ৮৬  জন ও মৌলভীবাজারে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৪৫৮ জনের।

২৪ ঘন্টায় সুস্থ ২১২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৫ হাজার ৩৭৭ জন।

শনাক্তের পাশাপাশি এ বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ২৫ জন,  সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ১জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ৬ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৪জন। এর মধ্যে সিলেটে ২৮৪ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৪২ জন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট