সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ২৪ হাজার ছাড়ালো

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ২৪ হাজার ছাড়ালো

গত ২৪ ঘন্টায় নতুন ৮২ জন মিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৬ জনে। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৪, সিলেটে ৫৫, সুনামগঞ্জ ২, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৯ জনের করোনা শনাক্ত হলো।

সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় এ বিভাগের সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে অতিমারী করোনায় ৪৪৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ৩৩ জনের মৃত্যু হলো। একই সময়ে সুস্থ ৭৩ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২২ হাজার ৫৫৩ জন।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হ্য়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  সিলেটে ১৭ জন, সুনামগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৪ জন। এর মধ্যে সিলেটে ২২১ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৭ জন।

জেলাওয়ারী আক্রান্তের সংখ্যা সিলেটে ১৫ হাজার ৫৮১, সুনামগঞ্জে ২৮৮৬, হবিগঞ্জে ২৫৭৩ ও মৌলভীবাজারে ২৭০৬ জন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট