দক্ষিণ সুরমার আহমদপুর থেকে যমজ ভাই’সহ তিনজন নিখোঁজ

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২১

দক্ষিণ সুরমার আহমদপুর থেকে যমজ ভাই’সহ তিনজন নিখোঁজ

Manual1 Ad Code


নিজাম ইউ জায়গীরদার : সিলেট দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর গ্রামের মৃত সামছুল ইসলামের যমজ ছেলে হাসান(১৩), হোসেন(১৩) ও কাজের মহিলা সালমা বেগমের ছেলে অপু(১০) গত ১৭ জুন সকাল ৮টা থেকে নিখোঁজ রয়েছেন।

Manual2 Ad Code

অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মেলেনি। যমজ ভাই দ্বয়ের গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমণ্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের। অপুর গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার।

এ ঘটনায় গতকাল (১৭জুন) বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নম্বর-৮১১)। কোনো হৃদয়বান ব্যক্তি জমজ ভাই দ্বয় ও অপুর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা হাসান ও হোসেনের চাচাতো ভাই মোঃ সালাহ উদ্দিনের মুঠোফোন নম্বরে (০১৭১৫২৮৩৬৬২) যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Manual7 Ad Code


 

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code