এম সি কলেজে গণধর্ষণ : অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ২, ২০২১

এম সি কলেজে গণধর্ষণ : অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

এম সি কলেজে গণধর্ষণের ঘটনায় কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের দায়ের করা রিট আংশিক মঞ্জুর করে  বুধবার (২ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কমরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন জানান, আদালত রায় প্রকাশের এক সপ্তাহের মধ্যে কলেজ অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রায়ে আদালত এম সি কলেজের কয়েকটি ছাত্র সংগঠনেরও সমালোচনা করেন। তবে, তবে বিষয়য়ে বিস্তারিক পরে জানানো যাবে বলে জানান তিনি।