ফিফটিতেই আউট অধিনায়ক তামিম

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

ফিফটিতেই আউট অধিনায়ক তামিম

রানের খাতায় অর্ধশত যোগ করেই আউট হয়ে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ৭০ বলে ৫২ রানেই সাজঘরে ফিরতে হয়েছে এই ওপেনারকে।

অবশ্য শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানেডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।

প্রথম বাংলাদেশী হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার।

প্রথম ওভারেই চার হাঁকিয়ে এই কীর্তিতে নাম লিখিয়েছেন তামিম।

রানের খাতা এগিয়ে ক্যারিয়ারে ৫১তম হাফসেঞ্চুরি হাঁকালেন এবার।

২২তম ওভারে লক্ষণ সান্দাকানের দ্বিতীয় ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান তামিম। পরের বলে ১ রান নিয়ে অর্ধশতক পূরণ করেন।

৬৬ বলে এ অর্ধশতক পূরণ করলেন তিনি। ১ ছক্কা ও ৬ বাউন্ডারিতে অর্ধশতক সাজিয়েছেন তিনি। এরপর ২৩তম ওভারে ধনঞ্জয়ার পঞ্চম বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন তামিম।

এর আগে টসে জিতে লিটন দাসকে সাথে নিয়ে প্রথমে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ শিবিরে ধাক্কা দিলেন লঙ্কান পেসার দুশমন্থ চামিরা। রানের খাতা খুলতেই দেননি ওপেনার লিটন দাসকে।

ওভারের তৃতীয় বলে স্লিপে দাঁড়ানো ধনাঞ্জয়া ডি সিলভার হাতে লিটনকে ক্যাচে পরিণত করেন।

লিটনের আউটের পর ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। নেমেই চামিরাকে চার হাঁকালেও পরে হাত খুলে খেলতে পারছিলেন না সাকিব।

অনেকটা ধৈর্যহারা হয়ে ১৫ রান করে আউট হয়ে যান তিনিও।

১২তম ওভারে গুনাথিলাকার প্রথম বলটি ছিল স্লোয়ার। ডাউন দ্যা উইকেটে এসে বোলারের ওপর দিয়ে উড়িয়ে মারেন সাকিব।

টাইমিংটা ভালো হয়নি সাকিবের। মারেও ছিল না তেমন জোর। তাই বল আর বাউন্ডারি অতিক্রম করতে পারেনি। যা সোজা গিয়ে জমা পড়ে নিশাঙ্কার হাতে।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৯ রান। ওভার হয়েছে ২৩টি। ৩১ বল খেলে ২৭ রানে ব্যাট করছেন মুশফিক। তাকে সঙ্গ দিতে ব্যাট হাতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট