রাজধানীতে মোটরসাইকেল শোডাউন, খালেদা জিয়ার মুক্তি দাবি

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, মে ২, ২০২১

রাজধানীতে মোটরসাইকেল শোডাউন, খালেদা জিয়ার মুক্তি দাবি

রাজধানীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিয়ে মোটরসাইকেল শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এতে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ শোডাউন হয়।

জানা যায়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ শোডাউন করা হয়। শোডাউনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকা মেডিকেলের সামনে হয়ে আবার শহীদ মিনারে আসে। পরে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে শোডাউনটি শেষ হয়।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কে এম সাখওয়াত হোসাইন, মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য রিয়াজ আনোয়ার হোসেন, মো. মওদুদ হোসেন মঈন, মেহেদী হাসান রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার, সূর্যসেন হলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমি, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. ফায়জুল ভূঁইয়া, সুমন, সৈয়দ শাওন, মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহসাধারণ সম্পাদক রাজিব  সাইফুল ইসলাম, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মো. বেলাল হোসেন খান, দনিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদসহ শতাধিক ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট