শাল্লার ঘটনা ঘটিয়েছে আ.লীগের লোকেরা : নিতাই রায়

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২১

শাল্লার ঘটনা ঘটিয়েছে আ.লীগের লোকেরা : নিতাই রায়

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বাড়িঘরে যে হামলার ঘটনা ঘটেছে এর পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়।

শনিবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় ও কেন্দ্রীয় মহিলা ও শিশু অধিকার কমিটির মহাসচিব বিএনপির নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়ের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির একটি প্রতিনিধি দল সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আসে।

এসময় তারা ক্ষতিগ্রস্ত হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে যান এবং তাদের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

গ্রামবাসীর উদ্দেশ্যে নিতাই রায় বলেন, ‘শাল্লার ঘটনা যারা ঘটিয়েছে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঘটনার সঙ্গে জড়িতদের নাম মিডিয়ায় প্রকাশ হয়েছে। এই ঘটনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়েক তারেক রহমানসহ আমরা গভীরভাবে মর্মাহত। বিনাভোটের সরকারের অধীনে কোনো ধর্মের লোকই আজ নিরাপদ নয়।’

তিনি বলেন, নাসিরনগর, রামুসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরসহ উপসনালয়ে হামলা হয়েছিল। এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত না করেই অন্যের ওপর দোষ চাপিয়ে দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের।’

‘বিচার না করে বারবার অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছে তারা। কারণ, ক্ষমতাসীন আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, একটি দুর্বল সরকার। এরা জোর করে ক্ষমতায় বসে আছে। আমরা এই ঘটনায় চরম ক্ষুব্ধ ও ব্যথিত।’

ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এসময় তিনি বলেন, ‘আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়েক তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের পাশে এসেছি।