১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২১
দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে রবিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এ পর্যন্ত টিকাগ্রহণ করেছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ ও নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন।
এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৭৩৩ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৫ হাজার ৭৫২জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭৫হাজার ১৫৫ ও নারী ৫০ হাজার ৫৯৭ জন। এ সময়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ২২ জন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারী ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকায় ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, ময়মনসিংহে এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রামে ছয় লাখ ৮১ হাজার ১০৩ জন, রাজশাহীতে তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুরে দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনায় তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশালে এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৯২ হাজার ৯১ জন টিকা নেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৭৩৩ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮৭৯ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৫৭ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৪৫৬ জন, বরিশাল বিভাগে ৫ হাজার ৩২১ জন এবং সিলেট বিভাগে ৫ হাজার ৩২ জন টিকা নিয়েছেন।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D