চৌহাট্টায় সিসিকের সাথে পরিবহন শ্রমিকদের অপ্রীতিকর ঘটনা নিষ্পত্তি

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

চৌহাট্টায় সিসিকের সাথে পরিবহন শ্রমিকদের অপ্রীতিকর ঘটনা নিষ্পত্তি

নগরের চৌহাট্টায় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে বাধা, অবৈধ গাড়ির স্ট্যান্ড উচ্ছেদের ঘটনায় মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারিদের উপর চৌহাট্টাস্থ মাইক্রোবাস-
বাস-প্রাইভেটকারের শ্রমিকদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরা।

এ ঘটনায় নগর ভবনে মেয়র, কাউন্সিলর ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে আজ (২২ ফেব্রুয়ারি) পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে দুই দফায় প্রায় ৩ ঘন্টা দীর্ঘ বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় চৌহাট্টার ঘটনায় রজু হওয়া তিনটি মামলা আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা এবং ক্ষতিগ্রস্ত
পরিবহন মালিকদের ক্ষতিপূরণে সহায়তা করা।

সিলেট সিটি কর্পোরেশরনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উদ্যোগে
বৈঠকে পরিবহন শ্রমিক-মালিক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকের এক পর্যায়ে ঘটনা নিষ্পত্তির
লক্ষ্যে কাউন্সিলর, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক-মালিক প্রতিনিধিদের সমন্বয়ে ১৬ সদস্যের একটি কমিটি করা হয়।

কমিটির সদস্যরা হলেন, আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক
আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবীর সেলিম, মো. আতিকুর রহমান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আবু সরকার।

এই কমিটি ঘটনা সমঝোতার লক্ষ্যে উপরে উল্লেখিত সিদ্ধান্ত সমূহ নেন এবং তাদের পক্ষে সভায় সিদ্ধান্ত সমূহ উপস্থাপন করেন আলহাজ্ব শেখ মখন মিয়া। এতে সবাই ঐক্যমত পোষণ করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট