৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সিলেটে ভাই-বোনসহ সৎ মাকে হত্যা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্য রাতে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন- মীর মহল্লার রুবিয়া বেগম (৩০), তার নয় বছরের মেয়ে মাহা এবং সাত বছরের ছেলে তাহসান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আবাদ হোসেন নামে ওই যুবক ছুরি দিয়ে তার সৎ মাসহ ভাই-বোনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। পরে গুরুতর আহতাবস্থায় তার সৎ ভাই তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীকালে তিনিও মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত রুবিয়ার সৎ ছেলে আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D