আল-জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিষয়ে ভাববে সরকার

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

আল-জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিষয়ে ভাববে সরকার

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা সে ব্যাপারে সরকার ভেবে দেখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার (৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল-জাজিরার ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই বডিগার্ড নিয়োগ করেননি। তার দলের লোকেরাই তার বডিগার্ড।

ড. মোমেন জানান, মিয়ানমারের সামরিক শাসন থাকলেও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাব। আমরা এখনো রোহিঙ্গা সংকটে চীনের ওপর আস্থা রাখছি।

তিনি বলেন, চীনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ। কারণ দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই আশংকা করছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওপার থেকে বাংলাদেশে আসতে পারে রোহিঙ্গারা। কিন্তু তাদের গ্রহণ করবে না বাংলাদেশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট