অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা

Manual3 Ad Code

সব জল্পনার অবসান ঘটিয়ে দুই মাসের বেশি সময় পর অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা। তার ব্যবসায়িক সাম্রাজ্যের বিরুদ্ধে চীনা নিয়ন্ত্রক সংস্থার তদন্ত ও অক্টোবরের পর থেকে মা আর প্রকাশ্যে না আসায় গুজব উঠেছিল তিনি নিখোঁজ। অবশেষে দেখা মিলল এই ধনকুবেরের। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্যটি জানা গেছে।

Manual3 Ad Code

২০২০ সালের অক্টোবরের শেষ দিকে সাংহাইয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে জ্যাক মা-কে দেখা গিয়েছিল। এটাই শেষ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। সাংহাইয়ের ওই অনুষ্ঠানে দেওয়া ভাষণে চীনা নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন জ্যাক মা। দৃশ্যত ওই ঘটনায় ক্ষুব্ধ হয় বেইজিং। স্থগিত করে দেওয়া হয় আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও।

Manual7 Ad Code

একটি টিভি শো-তে দুই মাস ধরে অনুপস্থিত থাকার পর এর চূড়ান্ত পর্বেও বিচারকের আসনে মাকে দেখতে না পাওয়ায় তার নিখোঁজ হওয়ার গুঞ্জন জোরালো হয়েছিল। বুধবারের (২০ জানুয়ারি) এক ভিডিয়োতে উদ্যোক্তাদের একটি অনলাইন সম্মেলনে জ্যাক মার উপস্থিতি টের পাওয়া যায়। একটি স্থানীয় ব্লগে প্রথম তার বিষয়টি নিয়ে লেখা হয়। পরে ওই সম্মেলনে ছিলেন এমন কয়েকজন বিষয়টি নিশ্চিত করেন।

Manual3 Ad Code

এ দিকে এই দুই মাসের মধ্যে চীনা সরকারের নানা রকম খড়গের মুখে পড়েছে আলিবাবা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের তদন্ত শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।

এছাড়া অ্যান্ট গ্রুপ থেকে এই প্রতিষ্ঠানের অনলাইন আর্থিক সেবা দেওয়া বিভাগকে আলাদা করে ফেলারও নির্দেশ দিয়েছে তারা। আর এসব সিদ্ধান্তের মধ্যে দেখা দিলেন জ্যাক মা।

Manual8 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code