৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন সভাপতি পুন:নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মো: ফজলুল হক সেলিম ও মাহফুজুর রহমান সমান সংখ্যক ভোট পাওয়ায় এ ফলাফল স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে এ পদের ফলাফল ঘোষণা করা হবে।
সিলেট জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী এ.টি.এম. ফয়েজ উদ্দিন ৮৭১ ভোট পেয়ে সভাপতি, এ.কে.এম. ফখরুল ইসলাম ৬৪০ ভোট পেয়ে সহ-সভাপতি-১, পান্না লাল দাস ৪৪৪ ভোট পেয়ে সহ-সভাপতি-২, মোঃ ফজলুল হক সেলিম ৬২৭ ফলাফল স্থগিত মাহফুজুর রহমান ৬২৭ ফলাফল স্থগিত, মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু) ৪৩২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মুমিনুর রহমান (টিটু) ৬৩৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মোঃ আজিম উদ্দীন ৫২১ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, মোঃ মকসুদ আহমদ ৭৩১ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে, মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) ৫৬৪ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক পদে, মোঃ আলিম উদ্দীন ৫৯২ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পদে, মইনুল হক ৭৩৭ ভোট ও মোহাম্মদ মঈনুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার পদে, কবির আহমদ ৮৫৯ ভোট, মোঃ কাওছার আহমদ ৮০২ ভোট ও মোবারক হোসাইন ৬৬৩ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আব্দুল গফফার ৯৫৫ ভোট, মোঃ ওবায়দুর রহমান ৮০৭ ভোট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৭৮৮ ভোট, কল্যাণ চৌধুরী ৭৪২ ভোট, মোঃ রাজ উদ্দিন ৭৪১ ভোট, মোঃ আব্দুল মান্নান চৌধুরী ৭২৩ ভোট, এ.এস.এম. আব্দুল গফুর ৭১১ ভোট, লুৎফা বেগম চৌধুরী ৭১০ ভোট, জসিম উদ্দিন আহমদ ৬৫২ ভোট, এম.ই.এম. ইকবালুর রহমান ৬২৯ ভোট ও আবু মোহাম্মদ আসাদ ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৬১০ ভোটারের মধ্যে ১৩৪৬ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী। শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ এমদাদুল হক এডভোকেট। এসময় তাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার মোঃ লিয়াকত আলী এডভোকেট ও শ্রী জয়জিত আচার্য্য এডভোকেট।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D