২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৮৪৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮১৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৮৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ কোটি ২৮ লাখ ২ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ লাখ ৮৭ হাজার ৪৬০ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ৪৬৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৪৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D