অধ্যাপক ড. স্নেহাংশুর ‘সিলেটী ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার’ গ্রন্থ প্রকাশিত

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

অধ্যাপক ড. স্নেহাংশুর ‘সিলেটী ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার’ গ্রন্থ প্রকাশিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. স্নেহাংশু শেখর চন্দ’র গবেষণা ভিত্তিক গ্রন্থ ‘সিলেটী ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার, বাংলাদেশ’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা উৎস প্রকাশন গ্রন্থটি প্রকাশ করেছে।

মোট ২১৬ পৃষ্ঠার এ গ্রন্থে সিলেটের কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, পর্যটন, নাগরী ভাষা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবন, জীবিকা প্রভৃতি নানা বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। বইয়ের প্রচ্ছদ করেছেন প্রখ্যাত শিল্পী মোস্তাফিজ কারিগর এবং মূল্য ৪০০ টাকা।

বইটি সিলেটসহ দেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। লেখক ও গবেষক স্নেহাংশু চন্দ বইটি উৎসর্গ করেছেন তাঁর বাবা সুকুমার চন্দ এবং মা সরস্বতী রানী চন্দকে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর বেসিক সায়েন্স এবং ল্যাংগুয়েজ বিভাগের চেয়ারম্যান ড. স্নেহাংশু’ এর মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫ টি।

এছাড়াও দেশ-বিদেশের বিখ্যাত জার্নালে নিয়মিত তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। গবেষণার পাশাপাশি তিনি নিয়মিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, কনফারেন্সে অংশগ্রহণ করছেন।