ফরেন এডুকেশন কন্সালটেন্স এসোসিয়েশন সিলেটের পিকনিক সম্পন্ন

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

ফরেন এডুকেশন কন্সালটেন্স এসোসিয়েশন সিলেটের পিকনিক সম্পন্ন

ফরেন এডুকেশন কন্সালটেন্স এসোসিয়েশন সিলেটের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। গত ২৭ নভেম্বর শুক্রবার গোয়াইনঘাট উপজেলার সাদা পাথর পর্যটন এলাকায় এ বনভোজন অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ইভেনটে খেলাধুলা ও র‌্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফরেন এডুকেশন কন্সালটেন্স এসোসিয়েশন সিলেটের আহবায়ক ও আর্কিড এসোসিয়েট এর সিইও মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আশরাফ হোসাইন জনির পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ আবু তৈয়ব দিপু, যুগ্ম আহবায়ক এডভোকেট হাফিজ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের কন্সালটেন্সবৃন্দের উপস্থিতিতে বনভোজন প্রাণবন্ত হয়ে উঠে।
সভাপতির বক্তব্যে ফেরদৌস আলম বলেন, সকল কন্সালটেন্সদের কে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিদেশ গমন ইচ্ছুক শিক্ষার্থীদেরকে সহযোগিতা প্রদানের মাধ্যমে উন্নত দেশ ও জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে কন্সালটেন্সবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার পাশাপাশি সুনামের সাথে কাজ করে যাচ্ছে।



সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট