১০দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

১০দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিগত ১০ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সেখানে আজও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার ( ১৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সকাল সকাল মিলেছে সূর্যের দেখা। রাতভর কুয়াশা আর সকাল সকাল সূর্য ওঠার কারণে কয়েক দিন ধরেই দিন সেখানে দিন ও রাতের তাপমাত্রার ওঠানামা করছে। রাতে হিমেল বাতাস থাকার কারণে তাপমাত্রা কমে যাচ্ছে বলে জানান তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের পর্যবেক্ষকরা।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ জানান, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট