তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

তিন জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটিগুলো অনুমোদন দেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

জেলাগুলো হল- পটুয়াখালী, ঝালকাঠি ও জয়পুরহাট।

পটুয়াখালী জেলা শাখার মেয়াদোত্তীর্ণ বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে মো. আবদুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জয়পুরহাট জেলা শাখায় মো. শামছুল হককে আহ্বায়ক এবং মো. গোলজার হোসেন, মো. মাসুদ রানা প্রধান ও মো. আবদুল ওয়াহাবকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ঝালকাঠি জেলা শাখায় অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং অ্যাডভোকেট মো. শাহাদৎ হোসেনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।