কারাবন্দী দুই নেতার পরিবারের খোঁজ নিলেন বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

কারাবন্দী দুই নেতার পরিবারের খোঁজ নিলেন বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী

সরকার দলীয় জনৈক নেতা কর্তৃক তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় কারাগারে আটক বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও যুবদল নেতা শাহাজাহানের পরিবারের খোঁজ খবর নিতে রোববার তাদের বাড়িতে যান সিলেট জেলা বিএনপি নেতা কাইয়ূম চৌধুরী। এ উপলক্ষে পশ্চিম গৌরিপুর এর আতাসনে এলাকাবসীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি বলেন, বর্তমান সরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে তথ্য প্রযুক্তি আইন প্রণয়ন করেছে।আর এই আইনের মাধ্যমে বিএনপির নিরীহ নেতা কর্মীকে গ্রেফতার করছে।তিনি আইনী প্রক্রিয়ায় মুজিব ও শাহজাহানকে কারামুক্ত করার ব্যবস্থা করবেন বলে তাদের পরিবারকে আশ্বস্ত করেন।স্হানীয় বিএনপি নেতা আজম আলীর সভাপতিত্বে ও নূরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মেম্বার, ইদ্রিস আলী মেম্বার, জয়ফর আলী মেম্বার, হাজী হামিদ আলী, সুন্দর আলী, শাহজাহানের পিতা মছব্বির আলী, মির্জা বাছিত, মাহবুব আলম, সাহিন আলম জয়, পঙ্খি মিয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি