ওসমানীনগর উপজেলা কৃষকদলের কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভায় মেয়র আরিফ

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

ওসমানীনগর উপজেলা কৃষকদলের কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভায় মেয়র আরিফ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, কর্মী মূল্যায়নের মাধ্যমে কৃষক দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। যারা রাজপথে আন্দোলন সংগ্রামে সাহসীকতার সাথে ভূমিকা রেখেছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে। তবেই দলের কার্যক্রম গতিশীল হবে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন কৃষক দল, দেশ-মাটি ও মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের প্রিয়নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীকে দীর্ঘদিন যাবৎ গুম করা হয়েছে। অক্ষত অবস্থায় এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

মেয়র আরিফ ৬ অক্টোবর মঙ্গলবার রাতে নগরীর কুমারপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা কৃষক দল আয়োজিত ওসমানীনগর উপজেলা কৃষকদলের কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়াম্যান এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী।

বিএনপি নেতা ফয়জুল ইসলাম পীরের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, মুক্তার আহমদ বকুল, গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক ফারুক আল মাহমুদ, শাহপরাণ থানা শাখার আহবায়ক ইউনুস আহমদ, সদস্য নুরুল আমিন নুরুল, জেলা জাসাস’র যুগ্ম আহবায়ক গীতিকার এম. তছির আলী, আব্দুর রব, ফারুক মিয়া, কাওছার আহমদ, রুমেল আহমদ, ছৈইল মিয়া, এহিয়া, পিয়ার আলী খান, আছাব আলী প্রমুখ।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিচালনা করেন বাউল শিল্পী কালা মিয়া।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট