সোনালী ব্যাংক লিমিটেডের সিলেট শিক্ষা বোর্ডের শাখা উদ্বোধন

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

সোনালী ব্যাংক লিমিটেডের সিলেট শিক্ষা বোর্ডের শাখা উদ্বোধন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে সোনালী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষা বোর্ড ভবনে অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে সচিব ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল আহমদ ও সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার’স অফিস সিলেটের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) বাবুল মোঃ আলম।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালি ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস সিলেটের ডিজিএম মোহাম্মদ এমরান উল্লাহ, দরগাহ গেইট কর্পোরেট শাখার এজিএম হিমাংশু আচার্য্য, সিলেট কর্পোরেট শাখার এজিএম আবুল ফজল, সিলেট সিটি কর্পোরেশন শাখার ম্যানেজার হানিফ মোঃ সালাহউদ্দিন, মেডিকেল কলেজ শাখার ম্যানেজার শাহরিয়ার আহমেদ সজীব, শাবিপ্রবি শাখার ম্যানেজার দিগবিজয় দত্ত, স্টেশন রোড শাখার ম্যানেজার এটিএম ইকবাল হোসেন, শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ কবির আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড সোনালি ব্যাংক লিমিটেডের উপশাখার ইনচার্জ রিপন চন্দ্র ধর সহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে অতিথিবৃন্দ সোনালী ব্যাংক লিমিটেডের শিক্ষা বোর্ড উপশাখার উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল আহমদ বলেছেন, শিক্ষা বোর্ডের সাথে সোনালী ব্যংকের অতীতে ভালো সম্পর্ক ছিলো। সিলেট শিক্ষা বোর্ডে সোনালী ব্যাংকের উপশাখা খোলার মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। তিনি বলেন, সোনালী ব্যাংকের কর্মকর্তারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সোনালী ফলস সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন। এই ব্যাংকের মাধ্যমে সেবা গ্রহীতারা উন্নত সেবা পাওয়ার মাধ্যমে সোনালী ব্যাংকের সুনাম আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট